মানিকগঞ্জে সম্বন্ধীর হাতে ভগ্নীপতি খুন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ সেপ্টেম্বর:

মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামে ভগ্নীপতি রুবেল (২২) কে হত্যার দায়ে তারই সম্বন্ধী মো. সোহেল (২৬) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার সদর উপজলার পুটাইল ইউনিয়নের কৈতরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল নেত্রকোনা জেলার কেন্দুয়াব থানার রাজনগর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে। নিহত রুবেল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার তারাশ্বর গ্রামের রেনু মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, আটক সোহেল ১৬ সেপ্টেম্বর তার ভগ্নীপতি রুবেলের কাছে বেড়াতে আসেন। রুবেল স্থানীয় একটি হ্যাচারিতে কাজ করেন। সোহেল দেখতে পায় রুবেল হ্যাচারীর মালিক মামুনের ইটভাটা থেকে নিয়মিত ইট চুরি ও বিক্রি করে আসছিলো। এ বিষয়ে সোহেল তার ভগ্নীপতিকে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করলেও সে ইট বিক্রি বন্ধ করেনা। শুক্রবার রাতের কোন একসময় ইট বিক্রির টাকা তার মালিককে দেওয়ার জন্য বললে রুবেল ক্ষিপ্ত হয়ে সোহেলকে মারতে আসে। এসময় সোহেল রুমের ভেতর থাকা দা দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে পরে জবাই করে রুবেলের মৃত্যু নিশ্চিত করে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশের ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ সেপ্টেম্বর ২০২২।

আরো পড়ুুন