মানিকগঞ্জে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ মার্চ.

সন্ত্রাসবিরোধী রাজু দিবসে মানিকগঞ্জে শহীদ রাজু’র প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মানিকগঞ্জ জেলা সংসদ।

শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায়, মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় সংগঠনটির নিজ কার্যালয় এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদ এর সভাপতি এম.আর.লিটন, সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার, কোষাধ্যক্ষ সৈয়দা সাবরিনা সমপা,  সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আজহারুল ইসলাম আরজু প্রমুখ।

এ কর্মসূচির মধ্যেদিয়ে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার শপথ নেয় হয় এবং একই ধারার গণমুখী, বিজ্ঞানভিত্তিক, সর্বজনীন, অসাম্প্রদায়িক শিক্ষানীতি গ্রহণ ও বাস্তবায়ন করার দাবি জানান।

এর আগে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, প্রতিবছর ১৩ মার্চ সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

১৯৯২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের ‘বন্দুকযুদ্ধে’র মধ্যে সন্ত্রাসের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মিছিল নামিয়ে গুলিতে নিহত হন ছাত্র ইউনিয়নের তৎকালীন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঈন হোসেন রাজু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

রাজুসহ সন্ত্রাসবিরোধী আন্দোলনের সব শহীদদের স্মরণে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নির্মিত হয় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ১৩ মার্চ ২০২১।

আরো পড়ুুন