মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ নভেম্বর
আসছে ১৯ ডিসেম্বর শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত পরীক্ষার প্রতিবাদে মানিকগঞ্জে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইজীবী পরিষদ জেলা শাখার নেতৃবৃন্ধরা মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত¡রে এই মানববন্ধন বর্মসূচী পালন করে।
প্রতিবাদের মানববন্ধনে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের জেলা শাখার আহবায়ক রোমেজা আক্তার মাহিন, যুগ্ম আহবায়ক উদ্ধব চন্দ্র সরকার ও সদস্য সচিব মো.সাইদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের মধ্যেও বার কাউন্সিল অনিয়ম করে ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষার তারিখ ঘোষনা করেছে। আমরা এই পরীক্ষার তীব্র নিন্দার সাথে প্রত্যাখান করছি। সেই সাথে শিক্ষানবিশ আইনজীবীদের সনদের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ নভেম্বর ২০২০।