মানিকগঞ্জে শহীদ মিনারে পাদদেশে শ্রমিকলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

মানিকগঞ্জ প্রতিনিধি, ২১ ফেব্রুয়ারী:

মানিকগঞ্জে শহীদ মিনারে পাদদেশে জেলা শ্রমিকলীগের ২ গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে ফুল দেয়ার জন্য শ্রমিকলীগের সভাপতির নাম বলার পর উত্তেজার সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে জেলা শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল ও বাবুল সরকারের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ বাধে।

পরে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে আধাঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে নেতাকর্মীদের আধাঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় শহীদ বেদীতে ফুল দিতে আসা সামাজিক-স্বাংস্কৃতিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিবাবক ও প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ে ফুল না দিয়ে অনেকে শহীদ বেদী থেকে চলে যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শ্রমিকলীগের বাবুল সরকার গ্রুপ ও আব্দুল জলিল গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় তাদের লাঠির আঘাতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, ঘটনার পরে আমারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এই বিষয়ে বিকাল সাড়ে ৫ পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ ফেব্রুয়ারি ।

আরো পড়ুুন