মানিকগঞ্জে শহিদ রবিউল করিমের শাহাদাত বার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১ জুলাই:

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শহিদ রবিউল করিমের ৫ম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মানিকগঞ্জের কাটিগ্রামে শহিদ রবিউল করিমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় রবিউলের ব্যাচমেট এবং মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, কৃষ্ণপুর ইউনিয়েনের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, ব্লুমসের সভাপতি জি.আর শওকত আলী, রবিউলের ছোট ভাই শামসুজ্জামান সামস, সদর উপজেলা ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম রনিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শহীদ রবিউল করিমের প্রতিষ্ঠিত ব্লুমসে সীমিত পরিসরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান সামস বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই একদিন ভাইয়ের অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণতা পাবে ও বাস্তবায়িত হবে সে অপেক্ষায় রয়েছি। তিনি আমাদের ছেড়ে চলে গিয়ে যে শূণ্যতার জায়গা তৈরি করে গেছেন তার পূর্ণতা কেবল তার অসম্পন্ন কর্মের সফলতার মধ্য দিয়েই হতে পারে।

উলেখ্য ২০১৬ সালে গুলশান হলি আর্টিজানে জিম্মি উদ্ধার অভিযানে শাহাদত বরণ করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জেষ্ঠ্য সহকারি কমিশনার শহিদ রবিউল করিম।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/  ১ ‍জুলাই ২০২১।

আরো পড়ুুন