মানিকগঞ্জে যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯ এপ্রিল.

মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ইফতারের সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।

সোমবার (১৯ এপ্রিল) বিকালে শহিদ রফিক সড়কের বিভিন্ন স্থানে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতারের সামগ্রী বিতরণ করে।

ইফতার বিতরনকালে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে
এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় কর্মহীন, অসহায় ও
দুস্থ মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের ইফতার কার্যক্রম চলমান থাকবে।’

জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা বলেন, ‘করোনা ভাইরাসের কারণে বর্তমানে আমরা সংকটকাল সময় পার করছি। করোনার সংকটে দিশেহারা অসহায়, দরিদ্র, খেটে খাওয়া মানুষ। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। পবিত্র রমজান মাসেও তাদের একটু ভালোভাবে ইফতার করার চেষ্টা মাত্র।’

এসময় আরো উপস্থিত ছিলেন নূরুল হুদা রুবেল, মাহবুবুর আলম সুমন, ফিরোজ আলম খান, সুবল সাহা, সৌমিত্র সরকার মনা, মনিরুল ইসলাম
মনি, সামিউল আলম রনি, মোস্তাফিজুর রহমান বিপুল, মশিউর রহমান প্রমুখ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ এপ্রিল ২০২১।

আরো পড়ুুন