মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ ডিসেম্বর:
কাজী মোস্তাক আহম্মেদ হোসেন দিপুকে আহবায়ক এবং তুহিনুর রহমান তুহিন কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবাবার (১০ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় যুবদলের সভপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত জাতীয়তাবাদী যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোধন করেন।
এ কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন, জিয়া উদ্দিন আহম্মেদ কবির, মাসুদ পারভেজ, এডভোকেট সুজা উদ্দিন বুলবুলসহ আরও অনেকে।
আহবায়ক কমিটিকে পরবর্তী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূনাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
উল্লেখ্য ২০১৮ সনের জুন মাসের ২ তারিখে সদ্য প্রয়াত কাজী রায়হান উদ্দিন টুকু ও কাজী মোস্তাক আহম্মেদ হোসেন দিপুকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা যুবদলেরর আংশিক কমিটি ঘোষনা দেন তৎকালীন কেন্দ্রীয় কমিটি।
পরে ২০২০ সনের ১২ আগষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ১০ ডিসেম্বর ২০২১।