শিবালয় প্রতিনিধি, ১৩ জুলাই:
মানিকগঞ্জে যমুনা নদীর পানি বাড়লেও এখনো তা বিদৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার আরিচা পয়েন্টে পানি সোমবার (১৩ জুলাই) সকালে আগের ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনো বিপৎসমীর ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে আরিচা পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে যমুনায় পানি বাড়ছে। প্রথম দফা বন্যার পর গত ৪ জুলাই থেকে পানি কমতে শুরু করে।
অপরদিকে সোমবার সকালে জেলার ৭টি উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, যমুনা ও পদ্মা নদী ছাড়াও জেলার গাজীখালী, ধলেশ্বরী, কালীগঙ্গাসহ অভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সাটুরিয়া, শিবালয়, ঘিওর, দৌলতপুর এবং হরিরামপুর উপজেলার নদী তীববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
মানিকগঞ্জ ২৪/ হা.ফ/ ১৩ জুলাই ২০২০।