মানিকগঞ্জ প্রতিনিধি, ১ আগষ্ট :
শনিবার সকাল ৯ টার দিকে যমুনার পানি শিবালয়ের আরিচা পয়েন্টে এর আগের ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ জানান, জেলার সব নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি। বন্যার পানির কারনে বিভিন্ন গ্রামের মানুষ ঈদের মাঠে নামাজ না পড়ে নিজ নিজ মসজিদ ও বাড়িতে আদায় করেছে।
এদিকে জেলার ৬ টি উপজেলার নিন্মাঞ্চল এলাকা প্লাবিত হয়ে ২ লক্ষাধিক মানুষ পানি বন্দি রযেছে। পানি কমলেও আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ বাড়ি ফেরা শুরু করেনি। করোনা ও বন্যার পানির কারনে জেলার অনেক ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হয়নি। তারা অন্য উচু স্থান ও নিজ নিজ মসজিদ ও বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন।
জেলা প্রশাসনের পাশা-পাশি বেসরকারী উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে ঈদসামগ্রী ও ত্রাণ বিতরণ করলেও তা চাহিদা তুলনা অপ্রতুল্য। ফলে বানবাসীদের মাঝে ঈদের উৎসবের পরিবর্তে বিশাদের ছায়া নেমে এসেছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ আগষ্ট ২০২০।