মানিকগঞ্জে যমুনার পানি ২৪ ঘন্টায় ১০ সেমি কমেছে

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০  জুলাই:

বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে যমুনার পানি শিবালয়ের আরিচা পয়েন্টে গেল ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  আজ নতুন করে কোন এলাকা প্লবিত হয়নি।

জেলার ৬টি উপজেলার বিভিন্ন গ্রামে বানের পানিতে তলিয়ে যাওয়ায় অন্যত্র আশ্রয় নেওয়া পরিবার এখনও বাড়ি ফিরতে পারেনি। ফলে দুর্ভোগ কমেনি জেলার ২ লাখ পানি বন্দি মানুষের।

জেলার সাটুরিয়া, দৌলতপুর, হরিরামপুর, ঘিওর, শিবালয়, মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলার নিম্নাচঞ্চল এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার হেক্টর জমি, কয়েক হাজার পুকুর, কয়েক হাজার হেক্টর বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

জেলা প্রশাসন ও ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিনেও তার অপ্রতুল্য। জেলার লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। জেলার একটি উপজেলা ছাড়া বাকী ৬টি উপজেলার সকল নিন্মাঞ্চল এলাকার ফষলি জমি পানির নিচে থাকায় সবজি সংকটে পড়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ জুলাই ২০২০।

আরো পড়ুুন