মানিকগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৭০ সেমি উপর দিয়ে বইছে

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ জুলাই:

মানিকগঞ্জে যমুনা নদীর পানি জেলার আরিচা পয়েন্টে শনিবার (১৮ জুলাই) সকালে বিপৎসমীর ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে আরিচা পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ জানান, শনিবার সকালে ২৪ ঘন্টায় মাত্র ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, মূলত উজান থেকে নেমে আসা ঢল আর স্থানীয়ভাবে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যমুনা নদী সংলগ্ন জেলার দৌলতপুর, শিবালয় এবং পদ্মা নদী সংলগ্ন হরিরামপুর উপজেলার নিম্নাঞ্চল ধলেশ্বরী সংলগ্ন সাটুরিয়ায় ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে।
ইতোমধ্যে হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলাসহ জেলার অন্য উপজেলার বানভাসি মানুষ খাবার-সংকট, জ্বালানি, বিশুদ্ধ পানি, নারীদের স্বাস্থ্য সামগ্রী সংকটসহ নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন বানবাসীরা। বন্যার পানি থেকে রক্ষা পেতে অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। গবাদিপশু নিয়েও চরম বিপাকে পড়েছেন তারা। পানিতে চারদিক তলিয়ে যাওয়ায় গো-খাদ্যেরও সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, বন্যায় এ পর্যন্ত ৭৪ বর্গ কিলোমিটার এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যার প্রভাবে ৬৮৮টি পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩০ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৩০০ প্যাকেট শুকনো খাবার, ২০ মেট্রিক টন চাল, ২ লাখ ৫০ হাজার টাকা, শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা এবং গো-খাদ্যের জন্য ২ লাখ টাকা মজুদ রয়েছে।

 

আরো পড়ুুন