মানিকগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৩২ সেমি উপর দিয়ে বইছে

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ আগষ্ট :

মানিকগঞ্জের যমুনা নদীর পানি শিবালয়ের আরিচা পয়েন্টে সোমবার সকাল ৯ টার দিকে বিপৎসীমার ৩২  সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর এর আগের ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার কমেছে ।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ বলেন, জেলার সকল নদ নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি।

মানিকগঞ্জের ৭টি উপজেলার ৬ টি উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষ পানি বন্দি রয়েছে। ফলে এসব এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সাপে কাটা রোগীর সংখ্যাও বাড়ছে। বাড়ছে পানি বাহিত রোগ।

দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, পানি কমতে শুরু করলেও তা ধীরগতি। এখনও আমার অধিকাংশ গ্রামের মানুষ পানি বন্দি হয়ে আছে। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের খাল পাড় গ্রামের সুজিত বলেন, আমাদের উপজেলার সাথে মানিকগঞ্জ সদরের সাথে সড়ক পথ এখনও বন্ধ রয়েছে। পানি কমলেও উপজেলা হাসপাতাল, থানা চত্তর এবং ‍উপজেলা পরিষদ চত্তর থেকে পানি নামেনি। ফলে এখনও আমাদের সীমাহীন কষ্ট করতে হচ্ছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, মানিকগঞ্জ থেকেও এখনও বন্যার পানি যায় নি। চারদিকে পানি থাকায় সাপের উপদ্রপ বেড়েছে। ইতোমধ্যে ৪-৫ জন সাপে কাটায় মৃত্যু বরণ করেছে। পানিতে ডুবেও মারা গেছে। তাই আমারা বিভিন্ন র‌্যালির মাধ্যমে সচেতন করছি। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন