মানিকগঞ্জ প্রতিনিধি, ২৫ জুলাই
মানিকগঞ্জ সদর উপজেলার ডেফলতলি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৮) নামে এক থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ৪ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর সড়কের ডেফলতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর জেলার দৌলতপুর উপজেলার হাটাইল গ্রামের ইছামুদ্দিনের ছেলে।
নিহত আলমগীর ঢাকার মিরপুরে ভাড়া বাসা থাকতেন। তিনি থাই এ্যালুমিনিয়ামের ব্যবসার সাথে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সিএনজি চালক জামাল খান জানান, আলমগীর মোটরসাইকেল যোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারের সাথে সজোড়ে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তিনি ও তার সহকারী সিএনজিযোগে আলমগীরকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকায় যাবার পথে তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ জুলাই ২০২১।