মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ মে:
মানিকগঞ্জে জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী লোকজ ও শিল্পপণ্য মেলা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ খান, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, মোহা: হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে শুরু হওয়া মেলায় সার্কাস, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডসহ ৭১টি স্টলে বিভিন্ন পণ্যের পসরা বসিয়েছেন ব্যবসায়িরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ মে ২০২২।