মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ জুলাই
মানিকগঞ্জে মাদক সেবনের দায়ে মাসুদুর রহমান শিশির (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী এই রায় দেন।
শিশির শহরের দুধবাজার এলাকার নূর আলম আলকের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে শিশিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে মানিকগঞ্জ পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ জুলাই ২০২০।