মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ অক্টোবর:
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি এলাকায় মাদক সেবনের দায়ে মতিয়ার রহমান (২৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই কারাদণ্ড দেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকবাল হোসেন বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে হেরোইন সেবনরত অবস্থায় মতিয়ার নামের ওই যুবককে আটক করা হয়। পরে আটককৃত মতিয়ার রহমানকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড প্রদাণ করা হয় বলে জানান তিনি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ অক্টোবর ২০২০।