মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ ডিসেম্বর
মানিকগঞ্জে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক সম্বলিত শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মানিকগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা – কর্মচারী সর্বপরি সর্বস্তরের মানুষ একে একে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমূর রহমান দূর্জয়, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, মানিকগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওবায়দুর রহমান ইয়াকুব, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবন্ধ উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপি জেলায় নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ ডিসেম্বর ২০২০।