শিবালয় প্রতিনিধি, ৩ জুলাই:
শুক্রবার সকাল ৯ টার দিকে মানিকগঞ্জে আরিচা যমুনা পয়েন্টে পানি বিপদসীমার ৮ সেন্টিমিটিার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিষয়টি মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ নিশ্চিত করেছেন।
জেলার ৭টি উপজেলার মধ্যে হরিরামপুর, দৌলতপুর, শিবালয় ও সাটুরিয়া উপজেলায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরমধ্যে হরিরামপুর ও দৌলতপুর উপজেলা সবচেয়ে বেশী ক্ষতি গ্রস্ত। এসব এলাকার কয়েকটি ইউনিয়নে বাড়ি ঘরে পানি আসাতে গবাদি পশু নিয়ে হাজার হাজার মানুষ পড়েছেন বিপাকে।
অপরদিকে হরিরামপুর ও দৌলতপুর উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় সবজি ক্ষেত তলিয়ে গেেেছ। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
অপরদিকে, শিবালয়, গিওর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার পানি বৃদ্ধিতে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পানিবন্ধী ও নদী ভাঙ্গন কবলতি মানুষেরা অভিযোগ করেছেন এখন পর্যন্ত সরকারী বা বেসরকারীভাবে কোন সহযোগীতা পাননি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ জুলাই ২০২০।