মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ নভেম্বর
মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে তিনমাস প্রশিক্ষণ শেষে ২০ জন মহিলাকে বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) ফৌজিয়া খান।
এসময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি রফিকুল ইসলাম পরান, গড়পাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো: সায়েদুর রহমান, গড়পাড়া ইমাম বাড়ীর পীর সাহেব শাহজাদা রহমান বাদলসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ নভেম্বর ২০২০।