মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ নভেম্বর:
মানিকগঞ্জের পৌরসভার গঙ্গাধরপট্টি এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে অরবিন্দ সরকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্মানাধীন নিজ বাড়িতে পানি দেয়ার সময় মটরের তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
নিহত অরবিন্দ সরকার জেলা হিসাব রক্ষণ অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নির্মানাধীন ভবনের পিলারে পানি দেওয়ার সময় মটরের তারে বিদ্যুতায়িত হয়ে অরবিন্দ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ নভেম্বর ২০২০।