মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ ডিসেম্বর:
দ্রব্যমূল্যের ঊধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
শনিবার দুপুরে মানিকগঞ্জ মডেল স্কুল মাঠ প্রাঙণ থেকে গণমিছিলটি শুরু হয়ে শেষ হয় বান্দুটিয়া বাজারে গিয়ে। এর আগে, সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা।
এসময় মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, সহ-সভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, গোলাম আবেদিন কায়সার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিন্নাহ খান, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদেরসহ বিএনপি ও অংগসংগঠনের প্রায় চার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, ‘সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কারাগারে পাঠাচ্ছে। এই অবৈধ সরকারকে হটিয়ে নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ ডিসেম্বর ২০২২।