মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ আগষ্ট:
মানিকগঞ্জে বাল্যি বিয়ের দায়ে বরের পিতাকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং কনের মাতাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন দিঘি ইউনিয়নের ছুটি ভাটভাউর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, অপ্রাপ্তবয়স্ক সন্তানের বিবাহ সম্পাদন করার অপরাধে বর আল আমিন (২০) এর পিতা: নাগর আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনে-ইশা আক্তার (১৬) এর মাতা রুপালি বেগমকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আলী রাজিব মাহমুদ মিঠুন আরো বলেন এর আগে ১৩ই আগষ্ট তারা বিয়ের আয়োজ করলে আমরা উপস্থিত হলে উভয়পক্ষের অভিভাবক তাদের সন্তান প্রাপ্তবয়স্ক হবার পূর্বে কোন বিবাহের আয়োজন করবেন না। তারা এই বিষয়ে মুচলেকা দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০২০।