মানিকগঞ্জ, প্রতিনিধি, ৭ আগস্ট:
মানিকগঞ্জ সদর উপজেলার চার শতাধিক বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে গড়পাড়াস্থ শুভ্র সেন্টার থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জুনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জীবনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত দুইশত বন্যার্ত মানুষের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
একই স্থানে পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২২০ জন মানুষের মাঝে চাল, তেল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ আগস্ট ২০২০।