মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ আগষ্ট:
মানিকগঞ্জে বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
শনিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস।
এর পর বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন পেশাজীবি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক জনাব ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই মিল্টন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মানিকগঞ্জ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামলীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।
এসময় জেলা আওয়ামীলী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০২০।