মানিকগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ৫ জানুয়ারি:

মানিকগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকার মৃত: বাতেন হোসেনের ছেলে সুজন (২৪) ও মত্ত এলাকার আব্দুল আজিজের ছেলে আজাদ হোসেন (৪০)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞতিতে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম।

তিনি আরো জানান, মানিকগঞ্জ সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত পশ্চিম বান্দুটিয়া ও মত্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারি সুজনের কাছ থেকে ২০ গ্রাম ও আজাদ হোসেনের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তিনি জানান, আজাদ হোসেনকে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুনের আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে সুজনের নামে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ জানুয়ারী ২০২১।

আরো পড়ুুন