শিবালয় প্রতিনিধি, ৪ জুলাই:
মানিকগঞ্জে আরিচা যমুনা পয়েন্টে সকাল ৯টার দিকে পানি বিপদসীমার ৯ সেন্টিমিটিার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার ৭টি উপজেলার মধ্যে হরিরামপুর, দৌলতপুর, শিবালয় ও সাটুরিয়া উপজেলায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরমধ্যে হরিরামপুর ও দৌলতপুর উপজেলা সবচেয়ে বেশী ক্ষতি গ্রস্ত। এসব এলাকার কয়েকটি ইউনিয়নে শুরু হয়েছে নদী ভাঙ্গন।
জেলার শিবালয়, দৌলতুপর, ঘিওর ও সাটুরিয়ায় উপজেলায় প্রতিদিনই নদী ভাঙ্গনের স্বীকার হচ্ছে। নদী ভাঙ্গন প্রতিরোধে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। অসময়ে এ জিও ব্যাগ কোন কাজে আসছে না অভিযোগ ক্ষতিগ্রস্তদের।
অপরদিকে জেলা প্রশাসনের সহায়তায় উপজেলা প্রশাসন ভাঙ্গন কবলিত পরিবারের নগদ অর্থ, চাল ও টিন বিতরণ শুরু হয়েছে। তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল্য।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, বরাইদ, দিঘুলিয়া ও তিল্লী এলাকায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে তাদের সহযোগীতা করা হয়েছে। চেয়ারম্যানদের তালিকা করতে বলা হয়েছে। তাদের বৃহৎ আকারে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হবে।
জেলায় এবার অর্ধলক্ষাধিক পশু মোটাতাজাকরণ করা হয়েছে ঈধকে সামনে রেখে। বানের পানি আসায় গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। সেই সাথে বাড়িতে পানি উঠায় এসব খামারী গবাদী পশু নিয়েও পড়েছেন বিপাকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ জুলাই ২০২০।