মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ শে সেপ্টেম্বর:
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামে পানিতে ডুবে সামিউল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে সামিউলের ভাসমান মরদেহ উদ্ধার করে প্রতিবেীরা।
বিষয়টি দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মুল্লা নিশ্চিত করেছেন।
সামিউল দিঘি গ্রামের রিপন হোসেনের ছেলে এবং দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
শিশুটি সাঁতার জানতো না। পরিবারের অগোচরে বাড়ির পাশের ডোবার পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ সেপ্টেম্বর ২০২০।