মানিকগঞ্জে নৌকার মাঝি হলেন রমজান আলী

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ নভেম্বর.

আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাক্তণ মেয়র মো. রমজান আলী।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রথম ধাপের ২৫ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়।

সভায় মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে রমজান আলী মনোনীত হন। এর আগে গত নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়েও স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিমের কাছে পরাজিত হন।

এর আগে বুধবার দুপুরে পৌর আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠানো হয়।

দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৮ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন