মানিকগঞ্জ প্রতিনিধি: ১ সেপ্টেম্বর .
বৃক্ষরোপন, কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দুপুরে সবুজ আন্দোলন এর জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জের দি গ্রানাডা স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান উদযাপিত হয়।
সংগঠনের সভাপতি ডা: মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও পৌর মেয়র মো. রমজান আলী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী, মো. শাহানুর ইসলাম, তছলিম হৃদয়, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী প্রমূখ।
আলোচনা সভা শেষে কেককাটা হয় ও স্কুল আঙিনায় ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এসময় নানা শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা কারণে দিনদিন পরিবেশ দূষিত হচ্ছে। তাই জেলার পরিবেশ বিপর্যয় রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তারা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ সেপ্টেম্বর ২০২১।