মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ ডিসেম্বর:

মানিকগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দায়িত্বশীলদের দৈনিক দেশ রুপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার দুপুর ৩ টার দিকে সাটুরিয়া উপজেলা চত্তরে বর্নাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায়  দৈনিক দেশ রুপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ছিনিয়র সহ সভাপতি, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

দৈনিক ইনকিলাব  ও সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদও সার্কেল) ভাস্কর সাহা, ডিএমমির অতিক্তি পুলিশ সুপার মো. সোহেল রানা রতন,  সাটরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরল হক, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিনসহ আরও অনেকে।

এ সময় উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার এ, এফ, এম  তৈয়াবুর রহমান, সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনির হোসেন, কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,  দৈনিক যুগান্তরের সাটুরিয়া প্রতিনিধি সাজাহান সরকার, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম নজরুল ইসলাম,  এশিয়ান এজ এর মানিকগঞ্জ প্রতিনিধি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, অলক রায়, এশিয়ান টিভির সাটুরিয়া প্রতিনিধি মো. মতিয়ার রহমান, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুন হোসেন, কালের কথার সম্পাদক ওয়াসিম রাজা অন্যান্য সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন মাত্র দু বছরের মধ্যে দৈনিক দেশ রুপান্তর সকল শ্রেণীর পাঠকের কাছে আস্থার জায়গাসহ জনপ্রিয়িতা অর্জন করেছে।  সত্যিকার অর্থে সংবাদ প্রকাশে দায়িত্বশীলদের ভূমিকা পালন করেছে।

পরে অতিথিরা কেক কেটে পত্রিকারটির আরো সাফল্য কামনা করেন।

আরো পড়ুুন