সাটুরিয়া প্রতিনিধি, ১৯ জানুয়ারী:
এসএ টিভির ১১ তম বর্ষে পদাপর্ণ উপলক্ষে মানিকগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বনার্ঢ্য একটি র্যালি সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদাবার বাড়ি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, বালিয়াটি ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সমরেন্দু সাহা লাহোর।
এসএ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর উদ্যোগে এতে আরও উপস্থিত ছিলেন এশিয়ান এজ এর মানিকগঞ্জ প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম নজরুল ইসলাম, বালিয়াটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বালিয়াটি ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম, আবুল হোসেন, চান মিয়া, দৈনিক সকালের সময়ের মানিকগঞ্জ প্রতিনিধি হৃদয় মাহমুদ রানা, মানবকন্ঠের প্রতিনিধি সোলায়মান হোসেনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ জানুয়ারী ২০২৩।