মানিকগঞ্জ প্রতিনিধি, ১৪ ডিসেম্বর
মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নববধু সুপ্রিয়া সাহা হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই রায়ে অপর তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, সুপ্রিয়ার শ^শুর দীলিপ চন্দ্র সরকার, শাশুড়ি গীতা রাণী সরকার ও স্বামীর বন্ধু মহাদেব রায়। যাবজ্জীবন কারাদন্ড পাপ্তরাহলেন-বিষ্ণু পাল, সঞ্জিত সাহা রণ ও রঞ্জিত ঘোষ। আদালত সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকারকে খালাস দিয়েছে। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড আসামীরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া সাহা স্থানীয় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ২০১৬ সালের ৭ আগষ্ট সদর উপজেলার কৈতরা গ্রামের দিলীপ সরকারের ছেলে দীপাঞ্জন সরকারের সাথে প্রেমের সর্ম্পকের পর পারিবারিক ভাবে সুপ্রিয়ার বিয়ে হয়। বিয়ের পর পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী ও শশুর- শাশুড়ির সাথে থাকতেন সুপ্রিয়া। বিয়ের পর থেকেই শশুর- শাশুড়ির তাকে নির্যাতন করতো।
২০১৬ সনের ২৮ সেপ্টেম্বর ওই ভাড়া বাড়ি থেকে গলায় গামছা পেচাঁনো অবস্থায় সুপ্রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতে সুপ্রিয়ার বাবা তার (সুপ্রিয়ার) স্বামী, শশুর- শাশুড়িসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেন।
২০১৬ সালের ২৯ নভেম্বর পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। পরে ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ ডিসেম্বর ২০২১।