মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ জুলাই:
মানিকগঞ্জে দুইজন নার্সসহ নতুন করে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীয় সংখা দাঁড়ালো ৮০৯ জনে।
সোমবার (২০ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এসব তথ্য নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, সিংগাইর উপজেলায় তিনজন, শিবালয়ে একজন, ঘিওর উপজেলায় দুইজন, সাটুরিয়া উপজেলায় দুইজন ও দৌলতপুর উপজেলায় তিনজন রয়েছেন।
জেলায় মোট আক্রান্ত ৮০৯ জনের মধ্যেগ ৬৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আক্রান্তদের মধ্যে জেলা সদর হাসপাতালে করোনা ইউনিটে ১৫ জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছে। বাকিরা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুলাই ২০২০।