মানিকগঞ্জ প্রতিনিধি, ২১ জুন:
মানিকগঞ্জে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৬ জনে।
মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলায় নয়জন, ঘিওর উপজেলায় সাতজন, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় তিন জন করে ছয়জন, শিবালয় ও হরিরামপুর উপজেলায় একজন করে দুইজন।
এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৪৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৪১ জন, সাটুরিয়ায় ৯৫ জন, সিংগাইরে ৯৬ জন, ঘিওরে ৭৬ জন, হরিরামপুরে ৪০ জন, শিবালয়ে ৩১ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ১৭ জন রয়েছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ জুন ২০২০।