মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ জুন:
গেল ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে নতুন করে জেলায় আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ নিয়ে মানিকগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৪৭২ জন। শনিবার দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ছয় জন, সাটুরিয়ার পাঁচ জন, ঘিওরে পাঁচ জন, সিংগাইরে চার জন এবং হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় একজন করে মোট তিন জন।
মানিকগঞ্জ জেলায় মোট শনাক্ত ৪৭২ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৩৮ জন, সাটুরিয়ায় ৯২ জন, সিঙ্গাইরে ৮৭ জন, ঘিওরে ৬৯ জন, হরিরামপুরে ৩৯ জন, শিবালয়ে ৩০ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ১৭ জন জন।
করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন ৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭ জন। বাকীরা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন মানিকগঞ্জ।