মানিকগঞ্জে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ সেপ্টেম্বর:

মানিকগঞ্জে ৬ টি উপজেলায় নতুন করে ১৪ জন ব্যক্তি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার চারশো ৭৩ জন।

আজ বুধবার ( ২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯ ও ২০ সেপ্টেম্বরে পাঠানো ১০৭ জনের নমুনা ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে নতুন করে ১৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।

মানিকগঞ্জ সদর উপজেলায় ৭ জন,ঘিওর উপজেলায় ৩ জন,সাটুরিয়া,দৌলতপুর,শিবালয় ও সিংগাইর উপজেলায় ১ জন করে নতুন রোগী রয়েছেন।

জেলায় ১ হাজার চারশো ৭৩ জন রোগীর মধ্যে ১ হাজার দুইশো ৯৩ রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন