মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ জুন:

মানিকগঞ্জ এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ র‌্যাব ৪ এর একটি টিম।

রোববার দুপুরে মানিকগঞ্জ র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষিতা মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে ময়নুল ইসলাম ওরফে জাহিদ (১৪), ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা গ্রামের সোহরাবের ছেলে আরমান (১৪) এবং একই ইউনিয়নের শানবান্দা গ্রামের সোহরাব ইসলামের ছেলে আমিনুল ইসলাম (১৫)।

মানিকগঞ্জ র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার এএসপি উনু মং, গেল ১৭ই জুন দুপুরে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে একটি পোল্ট্রি ফার্মে আটকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে রবিার দুপুরে তিন জনকে গ্রেফতার করা হয়। আইনি পক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০২১।

আরো পড়ুুন