মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ অক্টোবর:
মানিকগঞ্জে ধর্ষক-নিপীড়কদের উদ্দ্যেশে প্রতীকী ডাস্টবিন স্থাপন করে থু-থু ও ময়লা নিক্ষেপ করেছে মানিকগঞ্জ জেলার কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনতা।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ শহরে শহিদ রফিক চত্বরের পূর্ব পাশে মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্র জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্র জোটের আহবায়ক এম. আর.লিটন, সদস্য সচিব রাসেল আহম্মেদ, যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, অনিকা হোসাইন, রোকনুজ্জামান রাসেল, ও শাহিনুর রহমান এবং সদস্য জাকির হোসেন রুবেল ও মোহাম্মদ মাহবুবুল আলম।
এসময় বক্তারা বলেন, ধর্ষক-নিপীড়কদের ঘৃণা ও এদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানায় নিপীড়নবিরোধী ছাত্র জোট। সংগঠনটি জানায়, ধর্ষণ ও নিপীড়ন রোধে আইনের কঠোর প্রয়োগ যেমন প্রয়োজন, ঠিক তেমনি পরিবার, স্কুল-কলেজ থেকে শুরু করে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে ধর্ষণ বিরোধী নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। দেশের বিচারহীনতার কারণে ধর্ষণের পরিমাণ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ-নিপীড়ন সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। ধর্ষকের শাস্তি ‘মৃত্যুদন্ড আইনকে স্বাগত জানাই, তবে কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে হবে না, দলমত নির্বিশেষে এ আইনের যথাযথ প্রয়াগ করতে হবে। সারাদেশে অব্যাহত ধর্ষণ-নারীর প্রতি সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে।
সংগঠনটি দাবি করেন, পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা- বৈষম্যমূলক যেকোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দচয়ন পরিহার করতে হবে। ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।
এছড়াও একর্মসূচিতে প্রতীকী ডাস্টবিনে ধর্ষক-নিপীড়কদের প্রতি থু-থু ও ময়লা ফেলে ঘৃণা প্রদর্শন করে শহিদ রফিক সড়কের বিভিন্ন পথচারীরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ অক্টোবর ২০২০।