মানিকগঞ্জে দুস্থ্য ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ৭ মে:

মানিকগঞ্জে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে অসচ্ছল ৩৫০ জন ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের মাঠে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা কমান্ড্যন্ট মো. এফতেখারুল ইসলাম।

এসময় সহকারী জেলা কমান্ডান্ট এস,এম রায়হান হেলাল উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও পিঁয়াজ।

মানিকগঞ্জে জেলা কমান্ড্যান্ট মো. এফতেখারুল ইসলাম বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালকের মহোদয়ের নির্দেশে চলতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে অস্বচ্ছল ভিডিপি সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ আজকে উদ্বোধন করা হল। সদর উপজেলায় ৫০ টি পরিবারকে দেওয়া হল। পর্যায়ক্রমে জেলার অপর ৬টি উপজেলায় ৩ শতাধিক পরিবারকেও এই সহায়তা দেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ মে ২০২১।

আরো পড়ুুন