মানিকগঞ্জ প্রতিনিধি, ৬ মে:
মানিকগঞ্জে তৈরি পোষাক বিক্রয়ে অনিয়মের অভিযোগে দোকানীকে অর্থদন্ড দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে কাপড়ের দোকান এবং একটি কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন।
নকশী আনলিমিটেড নামক প্রতিষ্ঠানে চায়না বা ইন্ডিয়ান বলে যে সকল পোষাক বিক্রয় করছে তার সুনির্দিষ্ট কোন প্রমান না থাকা, উৎপাদনকারী প্রতিষ্ঠান পণের গায়ে বিবরণ সম্বলিত ট্যাগ ফেলে দিয়ে নিজেদের প্রতিষ্ঠান এর ট্যাগ লাগিয়ে তার ওপর ইচ্ছেমত মূল্য বসানোর অভিযোগে নকশী কে ২০ হাজার টাকা এবং তৃপ্তি প্লাজার সিটি পার্ল হাউস এন্ড কসমেটিকস কে ভ্যাট ফাঁকি দিয়ে (লাগেজ পণ্য) প্রসাধনী বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়।
অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মানিকগঞ্জ আনসার ব্যাটিলিয়ানের সদস্যগণ তাকে সহযোগীতা করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ মে ২০২১।