মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ নভেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের সেওতা এলাকায় এই দোয়া মাহফিলে আয়োজন করে জেলা বিএনপির আহবায়ক কমিটি ও সকল অংগসংগঠন।
জেলা বিএনপির আহবায়ক এড. জামিলুর রশিদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আতাউর রহমান,এড.আ ফ ম নুরতাজ আলম বাহার, মাকসুদুর রহমান মুকুল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এ জিন্নাহ কবীর, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রিয়াজ মোহাম্মদ হারেজ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারজানা যুবাইদি সিমকি।
এসময় জেলা উপজেলার বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ শে নভেম্বর ২০২০।