মানিকগঞ্জ প্রতিনিধি, ২ আগষ্ট:
মানিকগঞ্জে ডেঙ্গু জ্বর ও সর্পদংশন বিষয়ক সচেতনামূলক বিষয়ক র্যালি রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে র্যালিটি মানিকগঞ্জ খাল পাড় থেকে শুরু হয়ে মানিকগঞ্জ বাস ষ্টান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালির পরে এডিস মশা নির্মূলে মানিকগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশার ডিম ও উৎস স্থল ধ্বংস করা হয়।
পরে ডেঙ্গ জ্বর ও সাপেকাটা বিষয়ে সহস্রাধিক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট এস, এম রায়হনসহ আনসার ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তা ও সদস্য, সদস্যাগণ।
জেলা প্রশাসক এস, এম ফেরদৌস তার বক্তব্যে বলেন, জেলা আনসার ভিডিপি দেশের যে কোন দুর্যোগের সময় মানুষের পাশে এসে দাড়িয়েছে। করোনা ইসুতে কাজ আমাদের সাথে কাজ করেছেন। ভানবাসীদের পাশে দাড়িয়েছেন। বর্তমানে মানিকগঞ্জে বন্যার সময় সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়াতে আজকে সচেতনতামূলক কার্যক্রম ও ফগার মেশিন দিয়ে মশার ডিম ও উৎস স্থল ধ্বংস করা প্রসংসার দাবী রাখে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ আগষ্ট ২০২০।