মানিকগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পলিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ আগষ্ট:

যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে পালিত হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত
বার্ষিকী।

রোববার সকাল সাড়ে সাতটায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মোঃ রমজান আলী প্রমুখ।

পরে জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং সর্বোস্তরের জনগন  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সকাল আটটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক শেষে বৃক্ষরোপণ করা হয়।

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলাচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরপর, পাঁচ হাজার কর্মহীন মানুষের মাঝে রান্না করা খিচুরী বিতরণ করা হয়েছে।

অপরদিকে সাটুরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের পক্ষ থেকে ৪ শতাধিক গরীব-দুস্থ্য মানুষের মাঝে বিরানীর প্যাকেট বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০২১।

আরো পড়ুুন