মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ নভেম্বর:
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জে জনসচেতনতামূলক কার্যক্রম উপলক্ষ্যে মানিকগঞ্জে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের শহীদ রফিক সড়কে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার ব্রীজের কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক র্যালীতে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ হাফিজুর রহমান, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফৌজিয়া খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ নভেম্বর ২০২০।