মানিকগঞ্জ প্রতিনিধি, ৪ জানুয়ারি:
বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে মানিকগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমাবার দুপুরে জেলা আওয়ামীলীগ অফিস থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্ত¡রে সমাবেশ করে। এর আগে জেলা আওয়ামীলীগ অফিসে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি সুদেপ সাহা, মানিকগঞ্জ ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/৪ জানুয়ারী ২০২১।