মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯ জুলাই:
মানিকগঞ্জে মোটর সাইকেল চোর চক্রের প্রধান মাসুদ সরকার (২০)কে গ্রেফতার করেছে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহার নের্তৃত্বে মানিকগঞ্জ থানা পুলিশ । শনিবার মধ্যরাতে অভিযান চালিয়েতাকে গ্রেফতার করা হয় ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, পিপিএম, বলেন, মানিকগঞ্জ ‘ল’ একাডেমি মার্কেটের ওয়ালিদ মটরস মোটরসাইকেল শো-রুমে শনিবার মধ্যরাতে চোর ঢোকে। চোরচক্র শো-রুম হতে নতুন মোটরসাইকেল, গাড়ির কাগজপত্র, দামী মেশিনারিজসহ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এএসআই আমিনুল ইসলাম একজন কনস্টেবলসহ চ্যালেঞ্জ করলে তারা দ্রুত বিভিন্ন দিকে পালিয়ে যায়। রাত্রীকালিন পুলিশের রাউন্ড/ডিউটি তদারকি কালে ওয়াকিটকি সেটে উক্ত বিষয়টি আমাকে জানালে সদর থানার অন্য দুটি পার্টি নিয়ে পুরো এলাকা ঘিরে ফেলি।
পরে রাত পৌনে ২টার দিকে খালপাড় এলাকার জনৈক খুশব আলমের বনশ্রী ভিলার চিলে কোঠায় রক্ষিত বেতের আলমারির ভিতর থেকে চোরচক্রের প্রধান মোঃ মাসুদ সরকার (২০)কে গ্রেফতার করেন। তার কাছ থেকে চোরাই মোটরসাইকেলসহ হাউজব্রেকিং টুলস, মোটরসাইকেল পার্টস, বিভিন্ন মোটরসাইকেলের চাবি উদ্ধার করা হয়। শহীদ স্মরণী সড়কে আসামীর কাছ থেকে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান ,উক্ত ঘটনায় শো-রুমের মালিক মোঃ আওলাদ হোসেন বাদি হয়ে মানিকগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য থানা পুলিশ অভিযানে তৎপর রয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ জুলাই ২০২০।