মানিকগঞ্জে চুরির টাকাসহ গ্রেপ্তার দুই

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ নভেম্বর

মানিকগঞ্জে হাতিল ফার্নিচারে চুরির ঘটনায় নগদ টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বেলা ১ টার দিকে সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, শিবালয় উপজেলার ভাকলা দরগাবাড়ি গ্রামের নায়েব আলী সরকারের ছেলে মাসুদ সরকার (২০) ও ভাকলা গ্রামের আজমত আলীর ছেলে আল-আমিন (১৯)।

ভাস্কর সাহা জানান, শনিবার গভীর রাতে শিবালয় উপজেলার উলাইল গ্রাম থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ২ টার দিকে গ্রেপ্তারকৃতরা মানিকগঞ্জ বাসস্টান্ড এলাকার হাতিল ফার্নিচারে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে। পরে তারা ক্যাশ কাউন্টারে থাকা ৫ লাখ ২৯ হাজার ৬৭০ টাকা চুরি করে পালিয়ে যায়।

এঘটনায় গতকাল শনিবার থানায় শোরুমের মালিক এইচ আর পাভেল একটি মামলা করেন। পরে পুলিশ শোরুমের সিসি টিভির ফুটেজ দেখে মাসুদ সরকারকে সণাক্ত করে। থানায় চোরদের তালিকায় থাকা মাসুদেও ছবির সাথে সিসি টিভির ফুটেজে মিল পাওয়া যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে মাসুদ ও আল-আমিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা ও একটি নতুন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ নভেম্বর ২০২০।

 

আরো পড়ুুন