মানিকগঞ্জে চলছে নৌকা-ধানের শীষের লড়াই

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ ডিসেম্বর:

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে  ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মানিকগঞ্জ পৌর নির্বাচনের ভোট চলছে।

সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। নারী ভোটারের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে।

৫ নম্বর ওয়ার্ডের পোড়রা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র আসা ভোটার রহিমা বেগম জানান, ভেবেছিলাম মেশিনে ভোটটা দিতে পারবো কিনা। পরে দেখলাম সহজই। এছাড়া ভোট দেওয়ার আগেই কর্মকর্তারা বুঝিয়ে দিচ্ছেন কীভাবে ভোট দিতে হবে। তাই একটু সময় লাগছে।

৬ নং ওয়ার্ডের ভোটার হাবিল উদ্দিন জানান, আগের বারের নির্বাচনে সমস্যা হয়েছিল কিন্তু এবার তার উল্টো চিত্র। অনেক নিরাপত্তা আছে দেখছি। ভোট দিতে আসছি সকালেই। ইভিএমের মাধ্যমে ভোট দিতে সময় বেশি লাগছে। কারণ মানুষ এটা সম্পর্কে অবগত নন।

জেলা নির্বাচন কমিশনার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, পৌর নির্বাচনে কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। প্রতিটি কেন্দ্রেই সুশৃঙ্খলভাবে ভোট চলছে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ১৫ জন ও সাধারণ আসনে ৪৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ২৫ কেন্দ্রে ১৪৫টি ভোট কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটারের সংখ্যা ৫৫ হাজার দুইশ দুইজন। তার মধ্যে ২৬ হাজার নয়শ ৬৬ জন পুরুষ ও ২৮ হাজার দুইশ ৬৬ জন নারী ভোটার।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, ভোটে বিশৃঙ্খলা করার কোন সুযোগ নেই। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে ভোট দিতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষায় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে ৬ শত ১৯ জন পুলিশ, ৩০ জন র‌্যাব, ৭০ জন বিজিবি ও ২২৫ আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ ডিসেম্বর ২০২০।

আরো পড়ুুন