মানিকগঞ্জ প্রতিনিধি, ২৫ জানুয়ারি:
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় সোনিয়া (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার তরাব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মৃত কখর উদ্দিনের মেয়ে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রবিবার দুপুরে তরাব্রীজ এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়িচাপায় গুরুতরভাবে আহত হয় ওই নারী।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিহতের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর এবং যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ জানুয়ারি ২০২১।