মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ ডিসেম্বর
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগানকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননা প্রতিরোধে মানিকগঞ্জে গণকর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই সমাবেশ হয়েছে।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় জেলা ও উপজেলার প্রায় সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দিকা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের জজ মো. আলী হোসাইন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ, সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাজাহান আলী বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী প্রমুখ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ ডিসেম্বর ২০২০।